মহামেডান শিবিরে রুদ্ধশ্বাস নাটক! বুধবার তিন মাসের বেতন না পাওয়ায় কোচের পদ ছাড়ার ঘোষণা করেছিলেন আন্দ্রে চেরনিশভ। কিন্তু এক রাতের আলোচনায় বদলে গেল সবকিছু। আপাতত কোচের পদে বহাল থাকছেন তিনি।
মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মহামেডান শিবিরে বড় ধাক্কা। সোশ্যাল মিডিয়ায় ইস্তফার ঘোষণা করে চেরনিশভ লেখেন, একজন পেশাদার কোচ হিসেবে তিন মাস বেতন না পেয়ে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব। এই ঘোষণায় ময়দানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগে বেতন না পাওয়ায় ফুটবলারদের অনুশীলন বয়কটের ঘটনা ঘটে মহামেডানে।
কোচের পদত্যাগ আটকাতে রাতভর তৎপর হয় ক্লাব কর্তৃপক্ষ ও ইনভেস্টররা। একপ্রকার মরিয়া হয়েই বৈঠকে বসে তাঁরা। দীর্ঘ আলোচনার পর চেরনিশভকে বোঝানো হয় পরিস্থিতির গুরুত্ব। বিনিয়োগকারীরা আশ্বাস দেন, শীঘ্রই বেতন সমস্যা মিটবে। এরপরেই নিজের সিদ্ধান্ত বদল করেন রাশিয়ান কোচ।
চেরনিশভের অধীনেই আই লিগ জিতেছিল মহামেডান। তবে এবার আইএসএল-এ দল ভুগছে। ১৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে তারা। এই পরিস্থিতিতে কোচ বদল করলে বিপদ আরও বাড়ত।
বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং আগেই জানিয়েছিলেন, আমরা চেরনিশভের পদত্যাগপত্র পেয়েছি, কিন্তু গ্রহণ করিনি। আলোচনা করব। সেই আলোচনা সফল হয়। আপাতত মহামেডানকে ছাড়ছেন না চেরনিশভ, তবে ভবিষ্যৎ কী, তা সময়ই বলবে!