
হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার! চাকরির বাজারে মর্যাদা হারাচ্ছে আইভি লিগ?
যুক্তরাষ্ট্রেও বাড়ছে বেকারত্বের অভিশাপ! হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওয়ার্টনের মতো আইভি লিগ প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি নিয়েও অনেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক…
যুক্তরাষ্ট্রেও বাড়ছে বেকারত্বের অভিশাপ! হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওয়ার্টনের মতো আইভি লিগ প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি নিয়েও অনেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য— হার্ভার্ড বিজনেস স্কুলের ২৩% এমবিএ স্নাতক ডিগ্রি শেষ করার তিন মাস পরেও চাকরি পাননি। ২০২২ সালে যেখানে এই হার ছিল মাত্র ১০%, ২০২৩ সালে তা এক ধাপে ২০%-এ পৌঁছায় এবং এবার আরও বেড়ে ২৩%-এ ঠেকেছে।
শুধু হার্ভার্ড নয়, ওয়ার্টন ও স্ট্যানফোর্ডের স্নাতকদের মধ্যেও বেকারত্ব বাড়ছে। রিপোর্ট অনুযায়ী, স্ট্যানফোর্ডের ২২% ও ওয়ার্টনের ২০% এমবিএ পাস করা ছাত্র-ছাত্রী চাকরির সন্ধানে ছুটছেন। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেসেও প্লেসমেন্টের হার ক্রমাগত কমছে।
এই পরিস্থিতি কেন? হার্ভার্ড বিজনেস স্কুলের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগের অধ্যক্ষ ক্রিস্টেন ফিটজপ্যাট্রিক বলছেন, ‘চাকরির বাজার খুব একটা ভালো নয়। সঠিক দক্ষতা থাকলেই যে কাজ পাওয়া যাচ্ছে, তা নয়। আগের মতো বড় কোম্পানিগুলো হার্ভার্ডের শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে না।’
শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভারতেও একই ছবি। আইআইটি স্নাতকদের মধ্যেও কর্মসংস্থানের সমস্যা প্রকট হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-র ‘গ্লোবাল এমপ্লয়মেন্ট ট্রেন্ডস ফর ইয়ুথ ২০২৪’ রিপোর্ট বলছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ১৩% তরুণ কোনো কাজ পাননি, যা সংখ্যায় প্রায় ৬.৪৯ কোটি!
বিশ্বের নামী বিজনেস স্কুলগুলোর এই পরিস্থিতি কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তাহলে কি একসময় মর্যাদার প্রতীক হওয়া এমবিএ ডিগ্রির জৌলুস ফিকে হতে চলেছে?

হার্ভার্ডের ২৩% এমবিএ বেকার! চাকরির বাজারে মর্যাদা হারাচ্ছে আইভি লিগ?
যুক্তরাষ্ট্রেও বাড়ছে বেকারত্বের অভিশাপ! হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওয়ার্টনের মতো আইভি লিগ প্রতিষ্ঠান থেকে এমবিএ ডিগ্রি নিয়েও অনেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক…