দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল পৌঁছে গেছে বিশ্বকাপের সেমিফাইনালে। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে পরাজিত করার পর সুপার সিক্স রাউন্ডে বাংলাদেশ ও স্কটল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় দল। এবার তাদের সামনে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড।
ভারত বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, শুক্রবার। কুয়ালা লামপুরের বেউমাস ওভালে হবে এই উত্তেজনাপূর্ণ লড়াই। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়, আর টস হবে সকাল ১১:৩০-এ।
ভারতে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-২ ও স্টার স্পোর্টস-২ এইচডি চ্যানেলে। পাশাপাশি, ডিজনি প্লাস হটস্টার অ্যাপে এবং ওয়েবসাইটে ম্যাচটি লাইভ স্ট্রিমিং করা হবে বিনামূল্যে।
ভারতের স্কোয়াড:
নিকি প্রসাদ (ক্যাপ্টেন), সনিকা চালকে, গঙ্গাদি তৃষা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, যোশিতা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেশরী দৃথি, আয়ুশি শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস।
এই টুর্নামেন্টে ভারতের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গঙ্গাদি তৃষা, যিনি একটি শতরানের সঙ্গে মোট ২৩০ রান করেছেন। অন্যদিকে, ভারতের সেরা বোলার বৈষ্ণবী শর্মা, যিনি ইতিমধ্যেই ১২টি উইকেট শিকার করেছেন।
ভারতীয় দল যদি এই ম্যাচে জয়লাভ করে, তবে তারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেবে। ক্রিকেটপ্রেমীরা নজর রাখছেন এই হাই-ভোল্টেজ সেমিফাইনালে, যেখানে ভারতীয় কিশোরীরা আরও একটি ইতিহাস গড়তে প্রস্তুত।