ফের বিমান দুর্ঘটনায় কাঁপল মার্কিন মুলুক। ফিলাডেলফিয়ার রুজভেল্ট মলের কাছে একটি ছোট বিমান ভেঙে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, বিমানে কমপক্ষে দু’জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ জানিয়েছে, রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকার কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছে, আপাতত ওই অঞ্চল এড়িয়ে চলুন।
ফ্লাইট ডেটা অনুযায়ী, বিমানটি স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায়। ৩০ সেকেন্ডের মধ্যে ১,৬০০ ফুট উচ্চতায় ওঠার পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মাত্র ৪.৮ কিলোমিটার দূরে।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিকট বিস্ফোরণের শব্দে তার বাড়ি কেঁপে ওঠে। তিনি মুহূর্তের জন্য ভাবেন, কোনও সন্ত্রাসী হামলা হয়েছে কি না! ভিডিয়োতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকল এবং জরুরি পরিষেবা।
কয়েকদিন আগেই ওয়াশিংটন ডিসির কাছে একটি যাত্রীবাহী বিমান সেনা হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে মাঝআকাশে ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় ৬৪ জন যাত্রী-সহ মোট ৬৭ জনের মৃত্যু হয়। মার্কিন প্রশাসনের নীতি নিয়ে রাজনৈতিক বিতর্কও মাথাচাড়া দিয়েছে। নতুন দুর্ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে।