সরস্বতী পুজোর দিন নিয়ে দোলাচল! ২০২৫ সালে সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি হবে, না ৩ ফেব্রুয়ারি—এই প্রশ্ন ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। বসন্ত পঞ্চমীর তিথির সময়ভেদেই নির্ধারিত হয় দেবী সরস্বতীর আরাধনার শুভক্ষণ। কিন্তু বিভিন্ন পঞ্জিকা ভিন্ন ভিন্ন সময় দেখানোয় তৈরি হয়েছে দ্বিধা।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, বসন্ত পঞ্চমী শুরু হবে ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১৪ মিনিটে এবং শেষ হবে ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫২ মিনিটে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১৬ মিনিটে তিথির শুরু এবং ৩ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৩ মিনিটে সমাপ্তি। গুপ্তপ্রেস পঞ্জিকা আরও ভিন্ন মত প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৭ মিনিটে শেষ হবে। বেণীমাধব শীলের গার্হ্যস্থ পঞ্জিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৪ মিনিটে তিথির শুরু এবং ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ মিনিটে সমাপ্তি হবে।
এতসব মতামতের মধ্যে পুরোহিতদের মতে, তিথি যদি ভোরবেলা থাকে, তবে আগের দিনই পুজো করা হয়। সেই হিসাবে ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো করার সম্ভাবনা বেশি। পূর্ববঙ্গে এই পুজোতে জোড়া ইলিশ কেনার রীতি প্রচলিত, আর পরদিন পশ্চিমবঙ্গে শীতল ষষ্ঠী পালিত হয় গোটা সেদ্ধ খেয়ে।
তাই এবার সরস্বতী পুজো কবে করবেন, তা নির্ভর করছে আপনার পঞ্জিকা ও বিশ্বাসের ওপর!