এবার অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে দেশের মধ্যবিত্ত শ্রেণী এবং দরিদ্রদের জন্য বড় কোনো উপহার অপেক্ষা করছে কিনা, আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন দেশের মানুষ। তাই আজ সারাদিন বাজেটের দিকে নজর থাকবে। এবারের বাজেটে বিহারের জন্য করা হলো বড়সড় ঘোষণা। রীতিমতো বিহারের জন্য কল্পতরু হলো এবারের বাজেট।
বাজেট ঘোষণার সময় এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা করলেন। তিনি বলেন, “আমরা বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করব, যা পূর্ব ভারতে খাদ্য প্রক্রিয়াকরণকে বাড়িয়ে তুলবে। এতে তরুণদের কর্মসংস্থান হবে।” এটি নিঃসন্দেহে একটি বড় পদক্ষেপ।
বিহারের জন্য আরও একটি অন্যতম ঘোষনা করা হয়েছে। ২০৪৭ সালের প্রকল্পের মধ্যে ১০০ গিগা ওয়াট বাড়ানোর লক্ষ্য নিউক্লিয়ার এনার্জি। গ্রিন ফিল্ড এয়ারপোর্ট ফেসিলেটেড করা হবে বিহারে। পাটনা বিমানবন্দরের উন্নয়ন, বিহারে তৈরি হবে গ্রিনফিল্ড বিমানবন্দর। বিহারের উন্নয়নের লক্ষ্যেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানালেন নির্মলা সীতারামন। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন তিনি। তার মধ্যে তিনটি নতুন বিমানবন্দর তৈরি হবে বিহারেই।
বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,”আই আই টি এবং আই আই এস সি-তে প্রযুক্তি গবেষণার জন্য পিএম রিসার্চ ফেলোশিপ প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে আরও বেশি আর্থিক সহায়তা সহ ১০ হাজার ফেলোশিপ প্রদান করা হবে।”
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”আই. আই. টি-গুলির সক্ষমতা বাড়ানো হবে। গত ১০ বছরে ২৩ টি আইআইটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬৫ হাজার থেকে ১০০% বৃদ্ধি পেয়ে ১.৩৫ লক্ষ হয়েছে। ২০১৪ সালের পর যে পাঁচটি আই. আই. টি চালু হয়েছে, সেগুলিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে এবং আই. আই. টি পাটনারও সম্প্রসারণ করা হবে।”