ভোরের অন্ধকারে চোরাপথে সীমান্ত পার করার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিনজন বাংলাদেশি নাগরিক। শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের স্বরূপদহ এলাকায় টহলদারি পুলিশের সন্দেহ হতেই আটক করা হয় তাদের। জেরায় উঠে আসে, কামরুল ইসলাম, ছকিনুর বেগম ও নিলুফা খাতুন, তিনজনেই বাংলাদেশি।
তিন বছর ধরে এদেশেই বসবাস করছিল তারা। নির্মাণকর্মী হিসেবে বিভিন্ন জায়গায় কাজও করেছে। তবে বৈধ কোনও পরিচয়পত্র ছিল না। পুলিশি সূত্রে জানা গেছে, মাঝে মাঝেই তারা লুকিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যেত এবং আবার ফিরে আসত। এবারও সেই চেষ্টাই করছিল।
সম্প্রতি বাংলাদেশে অশান্তি বেড়েছে। মন্দির ও গির্জার উপর একের পর এক হামলা হচ্ছে। এর মধ্যেই এদেশ ছাড়ার চেষ্টা করছিল ধৃতরা। পুলিশের দাবি, জেরার মুখে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবেই ভারতে বসবাস করছিল। কামরুল ও নিলুফার বাড়ি যশোরে, ছকিনুরের বাড়ি সাতক্ষীরায়।
ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়। এখন পুলিশের তদন্ত, এদের সঙ্গে কোনও চক্র জড়িত কি না এবং কীভাবে তিন বছর ধরে নির্বিঘ্নে তারা এখানে থাকল।