নতুন বাজেটে আয়করদাতাদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্ত শ্রেণির করের বোঝা কমানোর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও স্বস্তির ব্যবস্থা করা হয়েছে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের বাজেটে টিডিএস (TDS) করা হবে, যার ফলে করদাতারা আর্থিকভাবে উপকৃত হবেন।
সীতারামন ঘোষণা করেছেন, প্রবীণ নাগরিকদের সুদের উপর ট্যাক্স ডিডাকশনের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হচ্ছে। এর ফলে প্রবীণরা অতিরিক্ত সঞ্চয় থেকে আরও বেশি সুবিধা পাবেন। পাশাপাশি, বাড়ি ভাড়ার ক্ষেত্রে টিডিএস-এর সীমা ৬ লাখ টাকা করা হয়েছে।
এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য করের বোঝা হালকা করার প্রতিশ্রুতি রেখেছে সরকার। ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আর কোনও আয়কর দিতে হবে না।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। গত দশ বছরে দেশের কাঠামোগত সংস্কার আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। পরবর্তী পাঁচ বছরকে ‘সবকা বিকাশ’-এর সময় হিসেবে দেখছে কেন্দ্র।
এই নতুন বাজেট মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিকদের জন্য বড় স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে।