টানা ছ’ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। সেমিফাইনালে গতবারের রানার্স আপ ইংল্যান্ডকে উড়িয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে এই ঐতিহাসিক মঞ্চে পৌঁছনোর জন্য কী পথ পেরোতে হল ভারতকে?
গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে সহজেই পরাজিত করে ভারত। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৪ রানে গুটিয়ে যায়। মাত্র ৪.২ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৩১ রানে অল-আউট করে ২.৫ ওভারে ম্যাচ শেষ করে ভারতীয় দল। শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৮ রানে বেঁধে রেখে ৬০ রানে জয় ছিনিয়ে নেয় ভারত।
সুপার সিক্স পর্বেও ভারতের দাপট অব্যাহত থাকে। বাংলাদেশকে ৬৪ রানে বেঁধে রেখে ৭.১ ওভারে জয় নিশ্চিত করে ভারত। স্কটল্যান্ডের বিরুদ্ধে তো ইতিহাসই গড়ে মেয়েরা—২০৮ রানের বিশাল স্কোর তোলে ভারত, যেখানে গঙ্গাদি তৃষার শতরান নজর কাড়ে। পালটা ব্যাট করতে নেমে স্কটল্যান্ড মাত্র ৫৮ রানে অল-আউট হয়ে যায়।
সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ব্রিটিশরা তোলে ১১৩ রান। কিন্তু ভারতীয় ব্যাটারদের সামনে সেই লক্ষ্য কিছুই নয়। মাত্র ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৭ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারতীয় দল। এবার নজর একটাই—বিশ্বকাপ ট্রফি!