সেলফি তুলতে গিয়ে এক অনুরাগীর ঠোঁটে চুমু খেয়ে বিতর্কে জড়ালেন সঙ্গীতশিল্পী উদিত নারায়ণ। নব্বইয়ের দশকের সুপারস্টার হলেও এখনো তাঁর জনপ্রিয়তা কমেনি। স্টেজ শো করতে গিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন তিনি। হঠাৎ করেই এক তরুণীর ঠোঁটে চুম্বন করে বসেন শিল্পী! মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ মঞ্চে দাঁড়িয়ে গান গাইছেন, নিচে দাঁড়িয়ে একাধিক মহিলা অনুরাগী। তাঁদের গালে চুমু খেতে থাকেন শিল্পী। কিন্তু বিতর্ক শুরু হয় যখন এক তরুণীর ঠোঁটে হঠাৎই চুম্বন করে বসেন তিনি! তরুণী এতটাই হতবাক হয়ে যান যে, এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন। এরপরই নেটদুনিয়ায় শুরু হয় প্রবল প্রতিক্রিয়া।
অনেকেই প্রশ্ন তুলেছেন, এই বয়সে এমন কাণ্ড কেন? কেউ বলেছেন, উনি কি ভুলে গেছেন ভক্তদের প্রতি সম্মান কেমন হওয়া উচিত? আবার কেউ সন্দেহ প্রকাশ করেছেন, হয়তো এটি AI জেনারেটেড ভিডিও। তবে ভিডিওর সত্যতা নিয়ে দ্বিধা থাকলেও শিল্পীর এই আচরণে বিরক্ত নেটিজেনরা।
তবে এ বিষয়ে এখনো উদিত নারায়ণের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তিনি কি ইচ্ছাকৃতভাবেই এমনটা করেছেন, নাকি ভুলবশত? উত্তর এখনো অধরা।