অবৈধভাবে আমেরিকায় প্রবেশকারী ভারতীয়দের ফিরিয়ে দিচ্ছে মার্কিন সরকার। ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই বিমান।আমেরিকা থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রথম বিমান মার্কিন সেনাবাহিনীর আমেরিকান সি-১৭ সামরিক বিমানে আসছেন ২০৫ জন ভারতীয়। ১৮০০০ অবৈধ ভারতীয় অভিবাসী শনাক্ত করা হয়েছে আমেরিকায়। ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে পরিচালিত বেশ কয়েকটি নির্বাসন ফ্লাইটের মধ্যে এটিই প্রথম ভারতে ফ্লাইট। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র গুয়াতেমালা, হন্ডুরাস এবং পেরুতে নির্বাসন ফ্লাইট পরিচালনা করেছে। প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর গণ-বিতাড়ন অভিযান শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প।
জনৈক আমেরিকান কর্মকর্তা মারফত খবর, ভারতে অভিবাসীদের বহনকারী প্রথম বিমানটি রওনা হয়েছে ইতিমধ্যেই। ভারতীয়দের C-১৭ মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হচ্ছে। একটি সংবাদ সংস্থা জানিয়েছে, আমেরিকা থেকে আসা নির্বাসন ফ্লাইটে ২০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। আশা করা হচ্ছে, বিমানটি যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে যাত্রা শুরু করে এবং ২৪ ঘন্টা পরে ভারতে পৌঁছাবে বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন। তারই মাঝে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। দ্বিতীয়বারের মতো ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার পর এটি হবে মোদির প্রথম আমেরিকা সফর।
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল ভারত। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এর আগে বলেছিলেন যে, নয়াদিল্লি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বজুড়ে বসবাসকারী ভারতীয় নাগরিকদের “আইনিভাবে প্রত্যাবর্তনের” জন্য প্রস্তুত। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ভারত ও আমেরিকা প্রায় ১৮০০০ জন অভিবাসীকে চিহ্নিত করেছে আমেরিকা। আমেরিকা থেকে সমস্ত অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসন ইস্যুটি নিয়ে তাঁর এবং প্রধানমন্ত্রী মোদির মধ্যে আলোচনা হয়েছে এখন। ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে আশ্বস্ত করেছেন, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারত “যা সঠিক তা করবে”। ট্রাম্পের শপথ গ্রহণের পর জানুয়ারির শেষের দিকে নেতাদের মধ্যে আলোচনা হয়েছিল।