ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের নাম এখন প্রায় সকলেরই জানা। গত কয়েক বছরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রে রিঙ্কু নন, বরং তাঁর বোন নেহা সিং।
নেহা সিং এখন একজন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছয় লাখেরও বেশি! সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নেহা নিয়মিত নানা ছবি ও ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
নেহার পোস্টগুলিতে প্রায়ই দেখা যায় রিঙ্কু সিংয়ের পরিবারের মুহূর্তগুলো। বাবার জন্য স্পোর্টস বাইক কেনার মতো আবেগঘন ঘটনা থেকে শুরু করে রিঙ্কুর নতুন বাড়ি ও গাড়ির ঝলক—সবই তুলে ধরেন নেহা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল জুড়ে রয়েছে পরিবারের প্রতি ভালোবাসা ও গর্বের প্রতিচ্ছবি।
রিঙ্কু সিংয়ের মতোই নেহাও নিজের পরিচিতি তৈরি করেছেন। ক্রিকেট দুনিয়ার বাইরেও যে তাঁদের পরিবার নজরে আসছে, তার বড় কারণ নেহার সোশ্যাল মিডিয়া উপস্থিতি। তাঁর কনটেন্ট ভক্তদের বেশ আকর্ষণ করে, যা তাঁকে আরও জনপ্রিয় করে তুলছে।
রিঙ্কু যেমন মাঠে ব্যাট হাতে নজর কাড়েন, তেমনই তাঁর বোন নেহা নিজের ক্যারিয়ার গড়ছেন ডিজিটাল মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার জগতে নেহা যে ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবেন, সে নিয়ে আশাবাদী তাঁর অনুরাগীরা।