আগামী ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন, তবে এবার তার বাবা-মা এক ভিন্ন উদ্দেশ্যে রাস্তায় নামছেন। গত বছরের ৯ অগস্ট সেমিনার হল থেকে তিলোত্তমার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ধর্ষণ ও খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলেও তিলোত্তমার বাবা-মায়ের অভিযোগ, সঞ্জয় একা নয়, আরও অনেকেই এই হত্যাকাণ্ডে জড়িত।
তিলোত্তমার মা একটি বার্তায় জানান, আমাদের মেয়ের মৃত্যু ঘটেছিল ৬ মাস আগে, কিন্তু এখনও তার বিচার হয়নি। সেই ৬ মাসে আমরা সবার পাশে পেয়েছি, এবার ৯ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে রাস্তায় নামুন। তিলোত্তমার বাবা-মা মেয়ের খুনের সঙ্গে জড়িত অন্যান্যদের বিচারও চেয়েছেন। তাঁদের দাবি, তিলোত্তমার জন্য পুরো সমাজকে রাস্তায় নামতে হবে।
এদিন, তিলোত্তমার মা আরও বলেন, আমার মেয়ে ফুলগাছ ভালবাসত, তাই ৯ ফেব্রুয়ারি সবাই একটা করে ফুলগাছ লাগিয়ে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন। আমরা আমাদের মেয়ের বিচার না হওয়া পর্যন্ত থামব না।
তিলোত্তমার জন্মদিনে তার বাবা-মা এক অঙ্গীকারের সাথে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে সত্যিকার বিচার পাওয়া যায় এবং তিলোত্তমার হত্যাকারীদের শাস্তি দেওয়া হয়।