পৃথিবীর তিনিই একজন যিনি ওয়াটারপ্রুফ জ্যাকেট আর ট্রাউজার পরে জলে নামলেন, কিন্তু বেণী ভেজালেন না। আর তাঁর এই পূণ্য স্নান নিয়ে গত ক বছর ধরে তিনি যাদের পুষছেন, কাউকে মাইনে দিয়ে, বোনাস দিয়ে, কাউকে জেলে না পুরে, কাউকে জেলে পুরে ফের জেল থেকে ছেড়ে দিয়ে, সেই তাঁরা তাঁদের সামর্থ অনুযায়ী প্রভুর গুণগান করতে নেমে পড়েছেন, হ্যাঁ আমি মোদিজীর কথা বলছি।
এতবড় দূর্ঘটনা ঘটে গ্যালো, রচনা ব্যানার্জী ছাড়া প্রত্যেক বিরোধী দল এই অব্যবস্থা নিয়ে সংসদে ক্ষোভে ফেটে পড়ছেন, জানতে চাইছেন কতজন মারা গেছে? কোন কোন রাজ্যের কতজন? যাঁদের লাশ পাওয়াই গ্যালো না তাঁরা কি হাওয়াতে মিলিয়ে গেলেন? উবে গেলেন? কেন লাশ তোলার জন্য পে লোডারের ব্যবহার করতে হল? কেন লাশ যা পাওয়া গেছে তা আত্মীয় স্বজনকে দেবার আগে পোস্ট মর্টেমটাও করা হল না? শুনেছেন কোনও কথা? না তিনি একটা কথাও বলেন নি। আগে হাজার কথা বলেছেন, পাতা জোড়া সহাস্য মুখের বিজ্ঞাপন ছাপা হয়েছে, মানুষ এসেছেন মারা গেছেন, উনি এখন মৌন।
হাসপাতালে সব লাশ নিয়ে যাওয়া হয় নি, বহু লাশ নাকি অন্য কোথাও চলে গেছে, পে লোদারে করে ট্রাকে চাপিয়ে অন্য কোথাও, কেবল হাসপাতালের গিনতি বলছে সেদিনের দুর্ঘটনাতে যাঁদেরকে মৃত অবস্থাতে হাসপাতালে আনা হয়েছিল তাঁদের সংখ্যা ৭৯। মানে এক দুর্ঘটনা ঘটার পরে যে সরকার এখনও ঠিক কতজন মারা গেছেন তা বলতে তা জানাতে রাজি নন, সেই সরকারের মাথা ৫ ফেব্রুয়ারিকে বেছে নিলেন পূণ্য স্নানের জন্য, ওনার কাছে পাপ পূণ্য কিছুই নেই, ধর্ম নেই, আধ্যাত্মিকতা বলে কিছু নেই। যে কোনও উপলক্ষ কে উনি ওনার গদি বাঁচানোর রাজনীতির কাজে লাগাতে চান, চেষ্টা করেন, অনেকটা সফলও হন। নির্বাচনের শেষ দিন, উনি চলে গেলেন হিমালয়ের গুহাতে, একান্তে, নির্জনে ধ্যান করবেন বলে। পাতা উলটে দেখুন ভারত তো বটেই পৃথিবীর বহু ফোটগ্রাফার সেদিন হাজির ছিলেন সেই ইভেন্টের ছবি তোলার জন্য, উনি চেয়েছিলেন প্রচার হোক, হয়েছে। উনি ৩৬ টা ক্যামেরার সামনে বেনারসে গংগা স্নান করে আরতি করলেন, প্রচার হলো। উনি কন্যাকুমারিকাতে গিয়ে শান্তিগোপালের মত বিবেকানন্দ সেজে ধ্যানে বসলেন, সেও নির্জনতায়, ১৭ টা ক্যামেরা ছিল, ভিডিও ক্যামেরা। ওনার প্রচারের জন্য। উনি মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, নির্বাচনের দিনেই, ক্যামেরা প্রেসের সামনে, মাকে একবার নয় চার পাঁচবার প্রনাম করলেন, মাকে আশীর্বাদ করতে বললেন, ভোটের দিনে প্রচার হল। তিনি ভোট দিতে যাচ্ছেন, ২০ গাড়ির কনভয়ে, প্রচার চলছে। এবারে দিল্লির নির্বাচন, উনি বেছে নিলেন সেই দিনটাতে, অন্য কত ভি ভি আই পি রা গেছেন, গেছেন উপ রাষ্ট্রপতি, মন্ত্রী সান্ত্রী, সঙ্গে রাজ্যের মূখ্যমন্ত্রী, কিন্তু উনি তো উনিই, উনিজী পূণ্য স্নানে যাবেন, সে প্রচারের আলোর সবটুকু শুষে নেবেন তিনিই, আর কেউ নত্য কাজেই সঙ্গে নেই যোগী আদিত্যনাথ। তিনি একলা, পরনে ওয়াটারপ্রুফ জ্যাকেট, ওয়াটারপ্রুফ ট্রাউজার, জলে নামলেন, মাথা নিয়ে গেলেন জলের কাছে, উঠে এলেন। বেনীটুকুও না ভিজিয়ে উঠে এসেই নতুন জামা কাপড় পরে অগ্নি আরিতি আর বিড় বিড় করে মন্ত্র।