ধানমন্ডির ‘সুধা সদন’ রাতভর জ্বলেছে, কিন্তু খবর পেয়েও সেখানে যায়নি দমকল! বুধবার রাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। প্রথম আলো সূত্রে খবর, দমকল রাত সাড়ে ১১টার মধ্যেই অগ্নিকাণ্ডের খবর পায়, কিন্তু নিরাপত্তাহীনতার অজুহাতে ঘটনাস্থলে পৌঁছায়নি। সকাল পর্যন্ত দোতলায় আগুন জ্বলতে দেখা গিয়েছে।
একই রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও তাণ্ডব চলে। বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে স্মৃতিবিজড়িত ছয়তলা ভবন গুঁড়িয়ে দিতে শুরু করে। ক্রেন এনে চলে ভাঙার কাজ। বই, আসবাবপত্র, এমনকি ইট-পাথরও সাধারণ মানুষ তুলে নিয়ে যান। অথচ গোটা সময় আইনশৃঙ্খলা বাহিনীর দেখা মেলেনি!
প্রত্যক্ষদর্শীদের দাবি, শেখ হাসিনার ঘোষিত ভার্চুয়াল ভাষণের প্রচারের পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতের মধ্যেই বিরোধীরা সুধা সদনের সামনে বিক্ষোভ শুরু করেন এবং আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা নিচতলায় জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। পুড়ে যায় দরজা-জানালা, বইপত্র, লেপ-তোশক, ফ্রিজ ও অন্যান্য আসবাব।
সকালে প্রথম আলো দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করলে, ঢাকা কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন বলেন, নিরাপত্তা ছিল না, পরিস্থিতি অনুকূল ছিল না, তাই দমকল পাঠানো হয়নি।
একইভাবে মুজিবের বাড়িতেও আগুন লাগানো হয়, কিন্তু সেখানেও দমকল যায়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালেও সেখানে ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গিয়েছে। সরকারি প্রতিক্রিয়া এখনো অমিল, তবে দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে।