নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হয়েছে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তবে ভারতীয় সমর্থকদের জন্য দুঃসংবাদ, কারণ দলের তারকা ব্যাটার বিরাট কোহলি প্রথম ম্যাচেই খেলতে পারলেন না। হাঁটুর চোটের কারণে শেষ মুহূর্তে তাঁকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের টসের সময় অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেন এই খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটের এই চোট নিয়ে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন বিরাট। কিন্তু বুধবার রাত থেকে হাঁটুতে অস্বস্তি বোধ করেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, ঝুঁকি না নিয়ে তাঁকে বিশ্রামে রাখা হবে। ম্যাচের আগে ডান হাঁটুতে ব্যান্ডেজ পরা অবস্থায় দেখা যায় বিরাটকে, তবে হাঁটার সময় খুব একটা সমস্যা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ওডিআইতেই তিনি দলে ফিরতে পারেন। যদিও চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য দেয়নি বিসিসিআই।
এদিকে, চোটের কারণে আগেই ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। এখন বিরাটের চোট যদি গুরুতর হয়, তবে সেটি হবে ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের দুই গুরুত্বপূর্ণ তারকার চোট ভাবাচ্ছে ম্যানেজমেন্টকে। তবে রোহিত শর্মা জানিয়েছেন, খুব বড় কোনও সমস্যা নেই এবং বিরাট দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রথম ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় একাদশে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা। তবে বিরাট কোহলির অনুপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওডিআই, যেখানে বিরাটের ফেরার সম্ভাবনা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিরাটের ফিটনেস আপডেটের দিকে নজর থাকবে সকলের।