চার দশক! হ্যাঁ, ঠিকই শুনছেন। ১৯৮৪-৮৫ মরশুমের পর থেকে ভারতের মাটিতে ওয়ান ডে সিরিজ জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। আটবার এসেছে, কিন্তু ট্রফি হাতে ফেরেনি একবারও। এবার রোহিত শর্মাদের বিরুদ্ধে সেই খরা কাটাতে মরিয়া জস বাটলারের দল। কিন্তু প্রশ্ন একটাই—এবারও কি স্বপ্ন অধরাই থেকে যাবে?
ভারতে ইংল্যান্ডের শেষ দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয় ১৯৮৪-৮৫ মরশুমে, ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল তারা। তারপর? শুধুই হতাশা। ১৯৯২-৯৩ এবং ২০০১-০২ মরশুমে তারা সিরিজ ড্র করেছিল, কিন্তু জয় অধরাই রয়ে গিয়েছে। বাকি ছয়বার একেবারে বিধ্বস্ত হয়ে ফিরেছে ইংল্যান্ড। ২০০৫-০৬ সালে ১-৫, ২০০৮-০৯ সালে ০-৫, ২০১১-১২ সালেও ০-৫, ২০১২-১৩ সালে ২-৩, ২০১৬-১৭ সালে ১-২ এবং সর্বশেষ ২০২০-২১ সালে ১-২ ব্যবধানে হারের তালিকায় নাম লিখিয়েছে তারা।
এবারের চ্যালেঞ্জ আরও কঠিন। কারণ, ভারতের সাম্প্রতিক ওয়ান ডে পারফরম্যান্স নজরকাড়া। ঘরের মাঠে তারা প্রায় অপ্রতিরোধ্য। গত বিশ্বকাপের পর রোহিত শর্মার নেতৃত্বে দল আরও আগ্রাসী, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখাচ্ছে। অন্যদিকে, ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়।
তবে ইতিহাস বদলানোর জন্যই তো মাঠে নামে দলগুলো। চার দশকের ব্যর্থতার বোঝা নিয়ে ভারত সফরে এসেছে ইংল্যান্ড। তারা কি পারবে এই শাপমোচন করতে? নাকি আবারও ভারতীয়দের দাপটে স্বপ্নভঙ্গ হবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত!