শুটিং ফ্লোরে অচলাবস্থা! পরিচালকদের ডাকা কর্মবিরতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আলোচনার পথ এড়িয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুললেন তিনি।
বৃহস্পতিবার রাতে টলিপাড়ার পরিচালকদের সংগঠন আচমকাই কর্মবিরতির ঘোষণা করে। ফলে শুক্রবার সকাল থেকেই ইন্ডাস্ট্রির নানা মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শুটিং পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান স্বরূপ। বেশ কিছু ধারাবাহিক ও সিনেমার কাজ চালু রয়েছে।
এদিন সকালে টলিপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে শুটিং ফ্লোরে পৌঁছন স্বরূপ। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, পরিচালকেরা আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই কর্মবিরতি ঘোষণা করেছেন। তাঁরা আমাদের কাজের সীমা নিয়ে প্রশ্ন তুলছেন, অথচ তাঁদেরও বোঝা উচিত যে তাঁরাও ফেডারেশনের গিল্ডের অন্তর্ভুক্ত।
স্বরূপ স্পষ্ট জানান, ফেডারেশন কোনওরকম কর্মবিরতির পক্ষে নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে তাঁরা সবসময় প্রস্তুত। তাঁর কথায়, পিছনে কিছু উদ্দেশ্য লুকিয়ে রেখে কাজ বন্ধ রাখা হচ্ছে, যা শিল্পের ক্ষতি করছে। আমরা এটা মেনে নেব না।
পরিচালকদের এই সিদ্ধান্তের নেপথ্যে তিন পরিচালকের ‘নিষিদ্ধ’ হওয়ার ঘটনাকে বড় কারণ হিসাবে মনে করছেন অনেকে। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়কে কাজ থেকে বাদ দেওয়ার পরেই গিল্ড-ফেডারেশন দ্বন্দ্ব নতুন মাত্রা পায়।
এদিকে, ফেডারেশন জানিয়েছে, শুক্রবার দিনভর বিভিন্ন শুটিং ফ্লোরে নজরদারি চালানো হবে। কোথায় কাজ হচ্ছে, কোথায় ইচ্ছাকৃত দেরি করা হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। স্বরূপ স্পষ্ট বলেন, ইচ্ছাকৃতভাবে কাজ আটকে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিচালকদের কর্মবিরতি প্রত্যাহার হয়েছিল। এবারও টলিপাড়া সরকারের তরফে হস্তক্ষেপের অপেক্ষায়। স্বরূপ বলেন, যে কোনও আলোচনায় ফেডারেশন উপস্থিত থাকতে প্রস্তুত।