ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ইনিংসে মাত্র ২৮ রান! ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের অফ ফর্ম যেন শেষ হতেই চাইছে না। দক্ষিণ আফ্রিকা সফরেও ব্যাট হাসেনি, সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থ। তবু মুম্বই ব্যাটার আত্মবিশ্বাস হারাচ্ছেন না। ইডেন ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, ফর্মে চলে আসব, একটু সময় লাগবে।
শনিবার থেকে ইডেনে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল, প্রতিপক্ষ হরিয়ানা। তার আগে নেটে ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন করলেন সূর্য। আজিঙ্কা রাহানে অনুশীলন শেষ করার পর নেটে নেমে পড়েন তিনি। থ্রোডাউন স্পেশালিস্ট ও স্পিনারদের বিরুদ্ধে একের পর এক শট খেললেন। অনুশীলন শেষে মুম্বইয়ের কোচ ওঙ্কার সালভির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায় তাঁকে।
সূর্যের অফ ফর্ম নিয়ে চিন্তিত মুম্বই ক্রিকেট সংস্থা। বিসিসিআইয়ের নির্দেশে শিবম দুবে ও সূর্যকুমার যাদবকে রঞ্জিতে ভালো পারফরম্যান্স করতেই হবে। সংস্থার কর্তা সঞ্জয় পাতিল জানিয়ে দিয়েছেন, দলে থাকলে তাঁদের পারফর্ম করতেই হবে।
যদিও চাপ নিতে নারাজ সূর্য। ইডেনের পিচে ব্যাটিং উপভোগ করছেন বলেই জানালেন, ইডেনে সবসময়ই ভালো লাগে আসতে। এখানকার পিচ ব্যাটসম্যানদের জন্য ভালো। আগে এখানে ভালো খেলেছি, এবারও চেষ্টা করব ফর্ম ফিরে পাওয়ার।
এখন দেখার, এই আত্মবিশ্বাস কি সত্যিই রান এনে দিতে পারে? নাকি অফ ফর্মের যন্ত্রণা আরও দীর্ঘায়িত হয়?