বিজেপির রাজ্য সভাপতি বদলের জল্পনা তুঙ্গে। বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তাই রাজ্য সংগঠনের দায়িত্বে নতুন মুখের প্রয়োজনীয়তা নিয়ে দলীয় অন্দরে চর্চা চলছে। এই আবহে প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সোশ্যাল মিডিয়া টিমের পোস্ট নতুন মাত্রা যোগ করেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলীপ ঘোষকে ফের বঙ্গ বিজেপির সভাপতি করার পক্ষে সওয়াল করা হয়েছে। তাঁকে ‘বঙ্গ বিজেপির মহানায়ক’ বলে সম্বোধন করা হয়েছে। পোস্টে লেখা, সাজানো বাগান তিনি পাননি। তাঁর ভাষা নাকি খারাপ। তা বাবারা আজ কি অবস্থা…? এই উক্তি স্পষ্টতই বর্তমান নেতৃত্বকে নিশানা করেছে।
উল্লেখ্য, দিলীপ ঘোষের সভাপতি থাকাকালীন সাধারণ সম্পাদক ছিলেন সায়ন্তন বসু। সেই সময় রাজ্য বিজেপি সাংগঠনিকভাবে যথেষ্ট সক্রিয় ছিল বলে দলীয় কর্মীদের একাংশের অভিমত। পোস্টে আরও বলা হয়, দিলীপ ঘোষ হঠাৎ হিন্দু নন। জীবনের ৪০টা বছর আরএসএস-র প্রচারক। হিন্দুত্বের কাজে ঘর ছেড়েছেন ১৭-১৮ বছর বয়সে। বিজেপির কট্টর হিন্দুত্ববাদী শাখার প্রতি তাঁর নিষ্ঠার বার্তা স্পষ্ট।
এই পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রবীণ নেতা তথাগত রায় প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে সভাপতি করার পক্ষ নিয়েছেন। অন্যদিকে, সায়ন্তনের পোস্ট স্পষ্টতই দিলীপ ঘোষের দিকেই ইঙ্গিত করছে। দীর্ঘদিন সায়ন্তন বসু বিজেপির কর্মসূচিতে সক্রিয় নন। কিন্তু রাজ্য সভাপতির পরিবর্তন নিয়ে চর্চার সময়েই দিলীপের কার্যকালের কথা তুলে ধরা, রাজনৈতিক মহলে নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
রাজ্য বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির তরজা ক্রমশ জটিল হচ্ছে। দিলীপ ঘোষ কি আবার নেতৃত্বে ফিরবেন? নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্নেই আপাতত সরগরম বঙ্গের গেরুয়া শিবির।