দিল্লির রাজনৈতিক আঙিনায় নাটকীয় পরিবর্তন। অরবিন্দ কেজরিওয়ালের সরকার ক্ষমতা হারাতেই দিল্লি সচিবালয় সিল করে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে দিল্লি সরকারের সাধারণ প্রশাসনিক দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, কোনও অনুমতি ছাড়া সচিবালয় থেকে কোনও ফাইল, নথি বা কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে যাওয়া যাবে না। এই পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে নিরাপত্তা ও নথিপত্রের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে, যে বিভাগ বা শাখার কাছে যে নথিপত্র রয়েছে, তা যেন সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়।
এই নির্দেশিকা জারির পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিজেপি সমর্থকরা দাবি করেছেন, দুর্নীতির নথি যাতে লোপাট না করা হয়, সেই কারণেই সচিবালয় সিল করা হয়েছে। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। একইভাবে, আম আদমি পার্টিও (আপ) এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।
প্রসঙ্গত, দিল্লিতে বিজেপির ক্ষমতা দখলের বিষয়টি যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তখনই সচিবালয় বন্ধ করার এই সিদ্ধান্ত অনেক প্রশ্ন তুলছে। বিরোধীদের মতে, এটা ক্ষমতার রদবদলের সাধারণ প্রক্রিয়া হলেও সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কেজরিওয়ালের দল এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।