দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (আপ) ভরাডুবির পর মুখ খুললেন অরবিন্দ কেজরীওয়াল। সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা দিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়ে কেজরীওয়াল বলেন, মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। আশা করি, বিজেপি দিল্লির মানুষের প্রত্যাশা পূরণ করবে।
গত এক দশকে দিল্লির শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে আপের অবদানের কথা তুলে ধরে কেজরী জানান, সরকার গড়তে না পারলেও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা নেবে তাঁর দল। তিনি বলেন, দিল্লির মানুষের জন্য আমরা সবসময় কাজ করেছি, ভবিষ্যতেও করব। সমাজসেবা আমাদের লক্ষ্য, লাভের উদ্দেশ্যে রাজনীতিতে আসিনি। আপের পরাজয়ের পরও দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানান কেজরীওয়াল।
এদিকে, নির্বাচনে নিজে জিতলেও দলের পরাজয় স্বীকার করে নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। কালকাজি কেন্দ্র থেকে জয়ের পর তিনি বলেন, মানুষের রায় মেনে নিচ্ছি। এখন উদ্যাপনের সময় নয়। বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
২০১৩ সালে প্রথমবার দিল্লির ক্ষমতায় এসেছিল আপ। পরপর তিনবার মুখ্যমন্ত্রী হন কেজরীওয়াল। কিন্তু আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। জেলে থাকাকালীনও পদ না ছাড়লেও ২০২৪ সালের সেপ্টেম্বরে আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর কুর্সি ছাড়তে বাধ্য হন তিনি। মুখ্যমন্ত্রী হন আতিশী। আপ আশাবাদী ছিল ২০২৫-এ কেজরী ফের ক্ষমতায় ফিরবেন, কিন্তু বিজেপির কাছে কার্যত পরাস্ত হল আপ।