
নারকেলডাঙায় আগুনে মৃত্যু, ক্ষোভ দমকলের বিরুদ্ধে
নারকেলডাঙার ঘিঞ্জি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৫৫ বছরের এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। সোমবার সকালে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় একটি ঝুপড়ির ভিতর…
নারকেলডাঙার ঘিঞ্জি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৫৫ বছরের এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। সোমবার সকালে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় একটি ঝুপড়ির ভিতর থেকে। আগুন এতটাই ভয়ংকর ছিল যে, তাঁর শরীরের সিংহভাগই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দমকলের গাফিলতির জেরে এই বিপর্যয় আরও ভয়াবহ আকার নিয়েছে।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতে নারকেলডাঙার বস্তিতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। আতঙ্কে ঘরছাড়া হন বাসিন্দারা। অনেকেই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের গ্রাসে চলে যায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানও। অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছতে তাদের প্রায় ২ ঘণ্টা লেগে যায়। অথচ, দমকলকেন্দ্র ঘটনাস্থল থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে। এই দেরি নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।
অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর সচিন সিংয়ের দাবি, ‘দমকল যথাসময়ে পৌঁছেছে, কিন্তু আগুন দুই দিক থেকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।’ তবে বিরোধীদের দাবি, ঘিঞ্জি এলাকায় আগুন নেভানো কঠিন হলেও প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত ছিল। রিপোর্ট অনুযায়ী, নারকেলডাঙায় আগুন নেভাতে ১৬টি দমকলের ইঞ্জিন যায়, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগে।
এই ভয়াবহ ঘটনায় অন্তত ৫০টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ। ধোঁয়ার গন্ধ এখনও এলাকাজুড়ে। বহু বাসিন্দা আশ্রয়হীন হয়ে পড়েছেন। তাঁরা প্রশ্ন তুলছেন, এখন তাঁরা কোথায় যাবেন? প্রশাসনের তরফে যদিও ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কতটা তা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে বাসিন্দাদের মনে। আপাতত অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

নারকেলডাঙায় আগুনে মৃত্যু, ক্ষোভ দমকলের বিরুদ্ধে
নারকেলডাঙার ঘিঞ্জি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৫৫ বছরের এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। সোমবার সকালে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় একটি ঝুপড়ির ভিতর…