সল্টলেকের বুকে আরও একবার লজ্জার পরাজয় ইস্টবেঙ্গলের! শনিবার আইএসএলে নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হল লাল-হলুদ। লালকার্ড দেখলেন লালনুনচুঙ্গা। সুবর্ণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হলেন সাউল ক্রেসপো ও রিচার্ড সেলিস। ম্যাচ শেষে নিজেই স্বীকার করে নিলেন কোচ ব্রুজো, ‘আমারই ভুল’।
এদিন ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল করে বসেন নিশু কুমার। বল ক্লিয়ার করতে গিয়ে উল্টে জালে জড়িয়ে দেন তিনি। ২১ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় চেন্নাই। ইস্টবেঙ্গলের রক্ষণকে কার্যত দাঁড় করিয়ে গোল করে যান জর্ডন গিল। তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল ইস্টবেঙ্গলের হাতে। কিন্তু সাউল ক্রেসপো ওয়ান-টু-ওয়ান মিস করেন, রিচার্ড সেলিসও নিশ্চিত গোল নষ্ট করেন। খেলার শেষে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন সমর্থকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি আরও খারাপ করে দেন লালনুনচুঙ্গা। অযথা প্রতিপক্ষ ফুটবলারকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ১০ জনের দলে পরিণত হয় ইস্টবেঙ্গল। শেষমেশ ম্যাচের ইনজুরি টাইমে তৃতীয় গোল খেয়ে বসে লাল-হলুদ শিবির। একসময় ইস্টবেঙ্গলের বাতিল বিদেশি চিমা এদিন সেই দলের বিরুদ্ধেই দুর্দান্ত প্লেসিং শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে হতাশ কোচ ব্রুজো বলেন, ‘আজ আমরা ভয়ংকর খারাপ খেলেছি। দলের বামপ্রান্ত একদমই কাজ করেনি। সাউলকে পুরো সময় খেলানো উচিত হয়নি, কারণ ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল। আমাদের এএফসি চ্যালেঞ্জ লিগের দিকে নজর দিতে হবে। ওটাই এখন প্রধান লক্ষ্য।’
এই হারে ইস্টবেঙ্গলের আইএসএলে টিকে থাকার লড়াই আরও কঠিন হয়ে গেল। প্রশ্ন উঠছে, এই দল নিয়ে আদৌ ঘুরে দাঁড়াতে পারবে ব্রুজোর ছেলেরা?