আজ জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। কারণ আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। প্রতিবছরের মতো এই বছরও মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি চালানো হবে পরীক্ষার্থীদের ওপর। তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আজ ১০ ফেব্রুয়ারি। আগামী ২২ শে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়ে যাবে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ২২ ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ পুরুষ ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ মহিলা পরীক্ষার্থী রয়েছে। মোট ২৬৮৩ কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে নটা নাগাদ পরীক্ষার্থীদের ফলে প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরের দিন থেকে সকাল দশটায় প্রবেশ করতে হবে।। পরীক্ষা ফলগুলিতে থাকবে কড়া নজরদারি। পরীক্ষা কেন্দ্রে কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে গেলেই পরীক্ষা বাতিল করে দেওয়া হবে পরীক্ষার্থীর। টোকাটুকি বন্ধ করতে নজরদারি চালানো হবে টয়লেট গুলিতে। কারণ সেখানে অনেকেই স্মার্ট গেজেট লুকিয়ে রাখে।
সরকারের পক্ষ থেকে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। প্রত্যেকটা দিনই থাকছে বিশেষ বাস পরিষেবা। বাসগুলিতে স্পেশাল বড় লাগানো থাকবে। বাকি যাত্রীরা বাসে উঠতে পারবেন। সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে, দুপুরেও পরীক্ষা শেষের পর, ২টো ১৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে। বিভিন্ন রুট, যেমন দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, কুঁদঘাট, বেহালা, হাওড়া, গড়িয়া সহ একাধিক বাস চলবে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই হেল্পলাইন নম্বর গুলি হল ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। যেকোনো সমস্যার মুখোমুখি হলে পরীক্ষার্থীরা চাইলেই এই নম্বর গুলিতে ফোন করতে পারবেন। কলকাতা পুলিশেরও হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। এটি হল ৯৪৩২৬১০০৩৯।