আর মাত্র কয়েকদিন। ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দুই দেশের ক্রিকেট মহলে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট প্রেমীদের আরও তাতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। এক নতুন রূপে ধরা দিলেন ‘ক্যাপ্টেন কুল’!
স্টার স্পোর্টস সম্প্রতি একটি প্রোমো প্রকাশ করেছে, যেখানে ধোনিকে দেখা গিয়েছে ভারতীয় ফ্যানদের সঙ্গে মিলিয়ে স্লোগান দিচ্ছেন। যা দেখে ক্রিকেট ভক্তদের আবেগ তুঙ্গে। সাধারণত ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবেই পরিচিত ধোনি। কিন্তু এই প্রোমোতে তাঁকে একেবারে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতের নীল জার্সি গায়ে একঝাঁক সমর্থকের সঙ্গে স্লোগানে মাতছেন ধোনি। একের পর এক ছক্কা-চৌকার প্রতিশ্রুতি ছুঁড়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে। যেমন—‘মাচিস কী তিল্লি, সামি উড়াও বাবর কী গিল্লি!’, ‘আসমান মে ছায়েগা, কোহলি রউফ কে ছক্কে ছুড়ায়েগা’, ‘এক, দো, তিন, চার, হিটম্যান শাহিন কো চৌকা মার!’
ধোনির এমন আগ্রাসী রূপ দেখে অনেকেই বিস্মিত। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের বদলা নেওয়ার বার্তাও উঠে এসেছে স্লোগানে—‘আপনা নম্বর আগলা হ্যায়, ২০১৭ কা লেনা বদলা হ্যায়।’
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। নেটিজেনদের মধ্যে কেউ বলছেন, ধোনির এই রূপ তো আগে দেখিনি!আবার কেউ বলছেন, এবার ভারত জিতবেই!
ভারত-পাক মহারণ মানেই অন্যরকম উত্তেজনা। মাঠের লড়াইয়ের আগেই এবার যেন শুরু হয়ে গেল স্লোগানের লড়াই। ধোনির গর্জন কি মাঠেও বজ্রপাতের মতো বাজবে? অপেক্ষায় ক্রিকেট বিশ্ব!
