
ইডেনে রাহানের দাপট, সেমিফাইনালে মুম্বই
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল যেন অজিঙ্ক রাহানের একক শো! চতুর্থ দিনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দলের সেমিফাইনালের রাস্তা নিশ্চিত করলেন মুম্বই অধিনায়ক। চারদিনেই…
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল যেন অজিঙ্ক রাহানের একক শো! চতুর্থ দিনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দলের সেমিফাইনালের রাস্তা নিশ্চিত করলেন মুম্বই অধিনায়ক। চারদিনেই খেলা শেষ করে ১৫২ রানে হরিয়ানাকে হারাল রঞ্জি ট্রফির সফলতম দল।
আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সম্ভাবনা রাহানের। নেতৃত্বও পেতে পারেন তিনি। তার আগে নিজের ‘হোম’ গ্রাউন্ডে বাজিমাত করলেন এই ডানহাতি ব্যাটার। ১০৮ রানের দারুণ ইনিংস খেললেন রাহানে। তাঁর ব্যাটিং দেখার জন্যই যেন চতুর্থ দিনে ইডেনে নজর ছিল সকলের। মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রানে থামে। ৪৮ রান করেন শিবম দুবে। হরিয়ানার তরুণ পেসার অনুজ ঠাকরাল নেন ৪ উইকেট।
হরিয়ানার সামনে ছিল ৩৫৪ রানের বিশাল লক্ষ্য। তবে রান তাড়া করা মোটেও সহজ হয়নি। ওপেনার লক্ষ্য দালাল ৬৪ রান করলেও অপর প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে হরিয়ানা। লোয়ার অর্ডারে সুমিত কুমার করেন ৬২ রান, বাকিরা বড় রান করতে ব্যর্থ। শেষ পর্যন্ত ২০১ রানেই গুটিয়ে যায় হরিয়ানা। মুম্বইয়ের হয়ে শার্দূল ঠাকুর ৩ উইকেট ও রয়স্টন ডায়াস ৫ উইকেট নিয়ে বিধ্বংসী বোলিং করেন।
সেমিফাইনালে বিদর্ভ-তামিলনাডু ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে মুম্বই। এবারও কি রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চলেছে মুম্বই? উত্তরের জন্য অপেক্ষা কয়েকদিনের!

ইডেনে রাহানের দাপট, সেমিফাইনালে মুম্বই
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল যেন অজিঙ্ক রাহানের একক শো! চতুর্থ দিনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে নিজের দলের সেমিফাইনালের রাস্তা নিশ্চিত করলেন মুম্বই অধিনায়ক। চারদিনেই…