রাজ্যের মহিলাদের জন্য বড় চমক আনতে চলেছে বাজেট! লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বাড়ানোর সম্ভাবনা ঘিরে জোর জল্পনা। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখতে এই পদক্ষেপ নিতে পারে তৃণমূল সরকার। আপাতত জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে ১,০০০ টাকা পান, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান ১,২০০ টাকা। এবার তা ৫০০ টাকা বাড়তে পারে বলে সূত্রের খবর। ভোটের আগে এটাই কি তৃণমূলের গেমচেঞ্জার পদক্ষেপ?
এছাড়া বাংলার বাড়ি প্রকল্পেও বরাদ্দ বাড়ানোর সম্ভাবনা প্রবল। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১২ লাখ পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে আরও অনেক পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ফলে গ্রামীণ উন্নয়নে এবার আরও জোর দিতে পারে সরকার।
এদিকে, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও বাজেটে বড় ঘোষণা হতে পারে। আরজি কর মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনার পর স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে অতিরিক্ত বরাদ্দের দাবি উঠেছে। কৃষকদের জন্যও সুখবর আসতে পারে, ভাতা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, শিল্পক্ষেত্রেও নতুন ইনসেনটিভ স্কিমের ঘোষণা হতে পারে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর লগ্নির প্রতিশ্রুতিগুলিকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে।
তবে ভোটের আগে বাজেট যে জনমোহিনী হতে চলেছে, তা প্রায় নিশ্চিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করবেন না, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিকেল চারটেয় বাজেট পেশ করবেন। তার আগে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হবে। অর্থাৎ বাজেট ঘোষণার আগে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে।
শেষ পর্যন্ত বাজেট মহিলাদের জন্য কতটা সুখবর বয়ে আনে, সেটাই দেখার। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা হলে মহিলা ভোট কতটা তৃণমূলের দিকে ঝোঁকে, সেটাই রাজনৈতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দু।