মুম্বই হামলার ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পরই এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি বড় কূটনৈতিক জয়।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে তাজ হোটেলসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল, যেখানে প্রাণ হারিয়েছিলেন ১৬৪ জন নিরীহ মানুষ। সেই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে পাকিস্তানের নাগরিক তাহাউর রানার বিরুদ্ধে। বর্তমানে তিনি আমেরিকার উচ্চ সুরক্ষা সম্পন্ন জেলে বন্দি। ভারত দীর্ঘদিন ধরে তাঁর প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছিল, কিন্তু রানা বিভিন্ন ফেডারেল কোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে চূড়ান্ত অনুমোদন দেয়। ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে একাধিক ফেডারেল কোর্টে মামলা হেরে গেলেও, ২০২৪ সালের ১৩ নভেম্বর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ফলে গত ২১ জানুয়ারি তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়।
তাহাউর রানার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছিলেন এবং আইএসআই-এর হয়ে কাজ করতেন। তদন্তকারীদের মতে, ২৬/১১ হামলার পরিকল্পনা ও কার্যকর করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার রানাকে ভারতে এনে জিজ্ঞাসাবাদ করলে মুম্বই হামলার পেছনের গভীর ষড়যন্ত্র এবং পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন তথ্য উঠে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আমেরিকার এই সিদ্ধান্ত ভারতের আন্তর্জাতিক কূটনীতির এক বড় সাফল্য। ভারতের দীর্ঘদিনের চাপের মুখে শেষ পর্যন্ত আমেরিকা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।