প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। সিবিআই-এর আদালতে পেশ করা রিপোর্টে উঠে এল একাধিক তৃণমূল ও বিজেপি নেতার নাম। তদন্তকারীদের দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরির সুপারিশ পাঠিয়েছিলেন অনেকেই, যার মধ্যে বিজেপি নেত্রী ভারতী ঘোষও রয়েছেন!
সিবিআই সূত্রে খবর, বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে পাওয়া নথিতে দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায়কে চারজনের চাকরির সুপারিশ পাঠিয়েছিলেন ভারতী ঘোষ। তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী পাঠিয়েছিলেন ২০ জনের নাম। এ ছাড়া শিউলি সাহা, মমতাবালা ঠাকুরের মতো নেতানেত্রীদের নামও রয়েছে তালিকায়।
তদন্তকারীদের দাবি, সুপারিশ করা নামগুলোর একটি তালিকা পার্থ চট্টোপাধ্যায় পাঠিয়ে দিতেন মানিক ভট্টাচার্যকে, যিনি তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। মোট ৩২১ জনের নাম পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৩০ জন চাকরি পেয়েছিলেন।
এই প্রসঙ্গে বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “সিবিআই আমাকে একবারও ডাকেনি, অথচ নাম প্রকাশ করেছে! আমি সব সুপারিশ করেছি আইনের গণ্ডির মধ্যে থেকে।” তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর দাবি করেন, “আমি কখনও এ ধরনের কাজ করিনি।”
অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “যাঁদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে, তাদের মধ্যে কোনও বিজেপি নেতার নাম নেই।” তবে সিবিআই-এর রিপোর্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক চরমে উঠেছে!