সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই সাফল্যের আরেক নাম। ক্রিকেটার, অধিনায়ক, প্রশাসক— যেখানেই তিনি হাত রেখেছেন, সেখানেই সফল হয়েছেন। বাংলার এই মহারাজকে বাঙালিরা যেমন ভালোবাসে, তেমনি তাঁর ব্যক্তিত্ব মুগ্ধ করে গোটা দেশকে। কিন্তু জানেন কি, ছোটবেলায় তাঁকে নাকি বেল্ট দিয়ে মারা হয়েছিল? এবং সেই ঘটনাটি নিজেই মজার ছলে জানিয়েছেন সৌরভ।
একটি অনুষ্ঠানে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে সৌরভ ছোটবেলার এক মজার দুষ্টুমির কাহিনি শেয়ার করেন। তিনি জানান, ছোটবেলায় তাঁর বাবা পৈতের সময় তাঁকে ও এক পিসতুতো ভাইকে এয়ারগান উপহার দিয়েছিলেন। নতুন বন্দুক হাতে পেয়ে তখন পাড়ার জানালার কাচ ভাঙার প্রতিযোগিতা লেগে গিয়েছিল! টানা ছয়দিন ধরে একের পর এক প্রতিবেশীর বাড়ির কাচ ভাঙার ধুম। কিন্তু বিপদ হল, একজন প্রতিবেশী রাতের বেলা বারান্দা থেকে সবকিছু দেখে ফেলেছিলেন!
পরদিন সকালেই বাবার কাছে অভিযোগ পৌঁছায়। সৌরভ বলেন, “বাবা খুব সুন্দর সুন্দর বেল্ট পরতেন। সারাদিন কাজ করে এসে অভিযোগ শুনেই কোমর থেকে খুলে পিঠে চালাতেন!” শাশ্বত মজার ছলে বলেন, “তাই বুঝি লর্ডসে জার্সি খুললেও পিঠ দেখাননি! তাহলে বেল্টের দাগ দেখা যেত!” সৌরভও এই কথা শুনে হেসে ফেলেন।
ছোটবেলার দুষ্টুমি হোক বা ক্রিকেট মাঠের নেতৃত্ব, সৌরভ গঙ্গোপাধ্যায় সবসময়ই অনন্য। তাঁর জীবনের এমন মজার ঘটনা শুনে ভক্তরাও হাসিতে ফেটে পড়েছেন!