বলিউডের ‘এলিজেবল ব্যাচেলর’ তিনি। প্রেম এসেছে, প্রেম গেছে, কিন্তু সলমন খান থেকে গেছেন একাই। ঐশ্বর্য রাই থেকে ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানি থেকে লুলিয়া ভান্তুর—প্রেমের তালিকা দীর্ঘ হলেও, শেষ পর্যন্ত কোনও সম্পর্কে বাঁধা পড়েননি ভাইজান। ৫৯-এ পা দিয়েও ‘সিঙ্গল’ তকমা নিয়ে দিব্যি রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমের বার্তা দিলেন সলমন!
কিন্তু সেই বার্তা মোটেও কোনও বিশেষ মানুষকে উদ্দেশ্য করে নয়। বরং বলিউডের ‘দাবাং’ খান ভ্যালেন্টাইনস ডে-কে পরিণত করলেন ‘ফ্যামিলিটাইনস ডে’-তে। ইনস্টাগ্রামে শেয়ার করলেন গোটা খান পরিবারের একটি ছবি। যেখানে রয়েছেন তাঁর বাবা সেলিম খান, মা সালমা খান, ভাই আরবাজ খান, সোহেল খান সহ পরিবারের আরও অনেকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘ভালোবাসার আসল মানে পরিবার!’
এদিকে, সম্প্রতি প্রাণনাশের হুমকির মধ্যেই নিজের নতুন সিনেমা ‘সিকন্দর’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন। এই কঠিন সময়েও নিজের পরিবারকে সময় দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
বলিউডের অন্যান্য তারকারা যখন নিজেদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেছেন, তখন এক অন্যরকম বার্তা দিলেন সলমন। তাঁর মতে, প্রেমের দিন কেবল রোম্যান্সের জন্য নয়, পরিবারের জন্যও। তাই তাঁর বিশেষ দিনে কোনও প্রেমিকা নয়, বরং গোটা পরিবারের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিলেন ভাইজান।
সলমনের এই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। কেউ বলছেন, ‘সলমন চিরকালই ব্যতিক্রমী’, তো কেউ আবার প্রশ্ন তুলছেন, ‘তাহলে কি সলমন সত্যিই সারাজীবন সিঙ্গলই থাকবেন?’ তবে একথা বলাই যায়, বলিউডের এই সুপারস্টার প্রেম দিবসেও অনন্য নজির গড়লেন!