নদিয়ার চাকদা ব্লকের নিখরগাছি খালপাড় এলাকায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গাড়ির ধাক্কায় তিনজন মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়কের গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিন আরোহীই ছিটকে পড়ে মারাত্মক জখম হন।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি সামাল দিতে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা তাঁকেও ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনার পর স্বপন মজুমদার কিছুটা চাপে পড়ে যান এবং কী করবেন বুঝতে পারছিলেন না বলে জানা গিয়েছে।
এই ঘটনার জেরে বিধায়ক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা দাবি করছেন, উচ্চগতিতে গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে, যা প্রতিরোধযোগ্য ছিল। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।