যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর সম্পর্কের অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। তাঁদের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করা এবং ধনশ্রীর নিজের নাম থেকে “চাহাল” পদবি সরিয়ে ফেলার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়। এরপর ভালোবাসা দিবসে চাহালের করা একটি রহস্যময় পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিল।
ভ্যালেন্টাইনস ডে-তে চাহাল নিজের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “তুমি যেমন আছো, ঠিক তেমনই থাকো! কাউকে আলাদা কিছু অনুভব করানোর প্রয়োজন নেই।” পোস্টটি ব্যক্তিগত জীবনের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকে মনে করছেন, এটি তাঁর ও ধনশ্রীর সম্পর্কের অবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা। যদিও তাঁরা কেউই সরাসরি বিচ্ছেদ বা সম্পর্কে টানাপোড়েন নিয়ে মুখ খোলেননি।
এর আগেও ২০২৩ সালে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন ধনশ্রী ইনস্টাগ্রাম থেকে চাহালের পদবি সরিয়ে ফেলেন। তখনও তাঁদের সম্পর্কের অবনতি নিয়ে নানা গুজব ছড়িয়েছিল। সেই সময় চাহাল প্রকাশ্যে এসে গুজব বন্ধের অনুরোধ জানান এবং জানান যে, এই ধরনের জল্পনা তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
চাহালের ক্রিকেট কেরিয়ারও এখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। তিনি ভারতের অন্যতম সেরা রিস্ট-স্পিনার হলেও দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। ২০২৩ সালের আগস্টে শেষবার ভারতের হয়ে খেলেছিলেন। বর্তমানে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরদের দলে প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চাহালের সুযোগ পাওয়া অনিশ্চিত।
এই পরিস্থিতিতে তাঁর ব্যক্তিগত ও পেশাদার জীবনে একসঙ্গে ঝড় বয়ে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর সাম্প্রতিক পোস্ট কি শুধুই সাধারণ বার্তা, নাকি এর পেছনে ব্যক্তিগত জীবনের গভীর সংকট লুকিয়ে আছে? সে প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে।
