প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, চারদিক থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, রণবীরের ফ্ল্যাট তালাবন্ধ রয়েছে, ফোনও বন্ধ। তবে রণবীর জানিয়েছেন, তিনি পুলিশকে সহযোগিতা করছেন এবং আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
সম্প্রতি ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ শো-এর একটি পর্বে রণবীরের মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। সেই মন্তব্যকে ‘অসংবেদনশীল ও অসম্মানজনক’ বলে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি। একাধিক রাজ্যে পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। শনিবার মুম্বই পুলিশ জানায়, রণবীরের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁর ফ্ল্যাটে গেলে সেটি তালাবন্ধ দেখতে পায়।
এই পরিস্থিতিতে ইনস্টাগ্রামে পোস্ট করে রণবীর লেখেন, ‘‘আমি ও আমার টিম পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমি পালিয়ে যাচ্ছি না।’’ তিনি আরও দাবি করেন, তাঁর মায়ের ক্লিনিকে কিছু লোক রোগী সেজে ঢুকে পড়েছিল। এতে তিনি প্রবল আতঙ্কে রয়েছেন। কিন্তু যেভাবে তিনি হুমকি পাচ্ছেন, তাতে দুশ্চিন্তা বেড়েছে।
এই ঘটনার পর ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ শো-এর আরেক ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাও প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাঁদের পাশে দাঁড়িয়েছেন বিচারক ও অভিনেতা রঘু রাম। তবে বিতর্কিত মন্তব্যের জেরে জনরোষ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা রণবীরের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে তাঁর অবস্থান নিশ্চিত নয়। রণবীরের পোস্টের পরেও তাঁর ফোন বন্ধ থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। তিনি সত্যিই আত্মগোপনে আছেন, নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেটাই এখন বড় প্রশ্ন।
