গত বছর গুয়াহাটিতে আইপিএল ম্যাচ খেলতে এসে কামাখ্যা মন্দিরে পুজো দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) কয়েকজন ক্রিকেটার। ঈশ্বরের কাছে চ্যাম্পিয়ন হওয়ার প্রার্থনা করেছিলেন তাঁরা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ২০২৪ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১০ বছর পর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে KKR। এবার সেই কৃতজ্ঞতা জানাতেই ট্রফি হাতে নিয়ে কামাখ্যা মন্দিরে ফিরল নাইটরা।
গতবার মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের দুর্দান্ত পারফরম্যান্স দলকে শিরোপা এনে দিয়েছিল। গোটা প্রতিযোগিতায় আত্মবিশ্বাসী ছিল কেকেআর শিবির। প্রতিপক্ষরা ২০০-র বেশি রান তাড়া করলেও, গুরুত্বপূর্ণ সময়ে স্টার্ক-রাসেলরা জ্বলে ওঠেন। চূড়ান্ত ম্যাচেও তাঁরা দারুণ ছাপ রাখেন। এবার সেই ঐতিহাসিক সাফল্যের পর মায়ের আশীর্বাদ নিতেই কামাখ্যায় ফিরল KKR দল।
গতবার দলের মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং স্পিনার বরুণ চক্রবর্তী কামাখ্যায় পুজো দিয়েছিলেন। এবার তাঁরা না থাকলেও, দলের কর্মকর্তারা ট্রফি নিয়ে মায়ের সামনে হাজির হন। কামাখ্যায় গিয়ে ট্রফি দেখান এবং প্রার্থনা করেন।
এদিকে, এবারের আইপিএল শুরু হবে ইডেনে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে। তবে এবার গৌতম গম্ভীর না থাকায়, নতুন কোচ ডোয়েন ব্র্যাভো দলের দায়িত্ব নিয়েছেন। তিনি দলকে কতটা ভালোভাবে পরিচালনা করতে পারেন, সেটাই দেখার বিষয়। নাইটরা কি পারবে তাদের ট্রফি ধরে রাখতে? এখন নজর নতুন মরশুমের সফল শুরুর দিকে।
