সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিসিসিআই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে এই স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে, দল গঠনের কিছু সিদ্ধান্ত ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রাথমিক দলে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। চোটের কারণে দলে নেই জসপ্রীত বুমরাহ, তাঁর জায়গায় এসেছেন হর্ষিত রানা। এছাড়া যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে দলে জায়গা পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী।
ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী হলেও স্পিনারদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্কোয়াডে পাঁচজন স্পিনার রাখা হয়েছে— রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর (অলরাউন্ডার) এবং কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী (স্পেশালিস্ট স্পিনার)।
সমস্যার মূল কারণ হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হবে দুবাইতে, যেখানে সিজন অনুযায়ী সিমিং উইকেট থাকবে। অর্থাৎ পেসাররা বেশি সাহায্য পাবে, কিন্তু ভারতীয় দলে পেসার মাত্র তিনজন— মহম্মদ শামি, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। শামি চোট সারিয়ে ফিরছেন, অর্শদীপের ওডিআই অভিজ্ঞতা কম, আর হর্ষিত একেবারেই নতুন। ফলে এক জন স্পিনারের বদলে সিরাজকে দলে নেওয়া হলে বোলিং অপশন বাড়ত।
এখন দেখার বিষয়, এই দল নিয়েই ভারত কীভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে।