সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। তবে দল ঘোষণার পর থেকেই ভারসাম্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশেষ করে পেস আক্রমণের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দলের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
দলে বড় দুটি পরিবর্তন আনা হয়েছে। জসপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে গিয়েছেন, ফলে তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ পেসার হর্ষিত রানা। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে স্পিনার বরুণ চক্রবর্তীকে।
ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, তবে স্পিনারদের সংখ্যা বেশি থাকায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হবে দুবাইয়ে, যেখানে বর্তমান সিজনে সিমিং উইকেট থাকবে বলে জানা গেছে। অর্থাৎ, সেখানে পেসাররা বেশি সুবিধা পাবেন। কিন্তু ভারতীয় স্কোয়াডে পেসারের সংখ্যা মাত্র তিনজন— মহম্মদ শামি, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
অন্যদিকে, দলে রাখা হয়েছে পাঁচজন স্পিনার। অলরাউন্ডার হিসেবে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে আছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। এই অতিরিক্ত স্পিনারদের জায়গায় আরও একজন পেসার রাখলে দলে ভারসাম্য থাকত বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষ করে শামি চোট থেকে ফিরছেন, অর্শদীপের ওডিআই খেলার অভিজ্ঞতা সীমিত এবং হর্ষিত একেবারে নতুন মুখ। ফলে দলের পেস বোলিং আক্রমণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। একজন স্পিনারের বদলে সিরাজকে দলে রাখলে বোলিং অপশন আরও ভালো হতে পারত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এখন দেখার বিষয়, এই দল নিয়েই রোহিত শর্মার নেতৃত্বে ভারত কেমন পারফরম্যান্স করে এবং দল নির্বাচনের এই কৌশল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা কার্যকর হয়।