উদিত নারায়ণের নামের সঙ্গে এবার নতুন সংযোজন ‘চুমু দিবস’। এক মহিলা অনুরাগীর চুমুর আবদার নিয়ে শুরু হওয়া বিতর্ক যেন পিছু ছাড়ছে না বর্ষীয়ান গায়কের। বলিপাড়ার অন্দরে, গুঞ্জনের জালে এখন শুধু একটাই আলোচনা—উদিতের ‘চুমু কাণ্ড’। সম্প্রতি ফের এক পার্টিতে হাজির হয়ে নতুন করে সংবাদের শিরোনামে এলেন তিনি।
ঘটনার সূত্রপাত এক ভাইরাল ভিডিও থেকে। যেখানে দেখা গিয়েছিল এক মহিলা অনুরাগী উদিতের কাছে চুমুর আবদার করছেন। সেই ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় ঝড় ওঠে। উদিতের নামে শুরু হয় মিমের বন্যা। কেউ তাঁকে ‘চুমু কিং’ বলে কটাক্ষ করছেন, কেউ আবার ঠাট্টা করে বলছেন, এবার থেকে ‘চুমু দিবস’ উদযাপন করা হবে উদিত দিবস নামে! তবে এত কিছু সত্ত্বেও গায়ক কিন্তু নির্বিকার।
সম্প্রতি এক ফিল্মি পার্টিতে হাজির হন উদিত নারায়ণ। পার্টিতে তাঁর প্রবেশমাত্রই পাপারাজ্জিদের উন্মাদনা তুঙ্গে ওঠে। ক্যামেরার ঝলকানি, ভিড়ের চেঁচামেচি—সবকিছুর মধ্যেই এক অদ্ভুত মুহূর্তের জন্ম হয়। এক সাংবাদিক সরাসরি বলে বসেন, ‘উদিতজি, একটা চুমু হয়ে যাক!’ উপস্থিত অনেকেই ভেবেছিলেন, গায়ক হয়তো ক্ষুব্ধ হবেন, অপমানিত বোধ করবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি শুধু মিষ্টি করে হাসলেন এবং দ্রুত পার্টি ছেড়ে বেরিয়ে গেলেন।
সেই মুহূর্তের ভিডিওও এখন ভাইরাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে উদিতের প্রতিক্রিয়ার ফুটেজ। কেউ বলছেন, গায়ক খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, আবার কেউ ঠাট্টার সুরে বলছেন, ‘চুমুর ভয় পেলেন নাকি?’ তবে উদিত নারায়ণ এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি। তিনি যেন বুঝিয়ে দিলেন, বলিউডের গসিপে গায়কের খুব একটা মাথাব্যথা নেই। কিন্তু বলিপাড়ার কথায়, যতই পাত্তা না দিন, ‘চুমু কাণ্ড’ থেকে মুক্তি পাওয়া বোধহয় সহজ হবে না উদিতের!