আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব থাকা ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (WBJDF)-এর ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে যাওয়ায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে, ‘This site can’t be reached’ বার্তা।
WBJDF-এর দাবি, ওয়েবসাইটটি এখনো নির্মাণাধীন, তাই মাঝে মাঝে বন্ধ থাকছে। কিন্তু পুলিশের তরফে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে কারণ জানতে চাওয়া হয়েছে। সংগঠনের এক সদস্য জানিয়েছেন, টেকনিক্যাল টিম এটি মেরামতের কাজ করছে এবং তদন্তে তারা সম্পূর্ণ সহযোগিতা করবে।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ওয়েবসাইট বন্ধের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, আন্দোলনের নামে অর্থ সংগ্রহ করা হয়েছিল, কিন্তু সেই টাকার ব্যবহারের স্বচ্ছতা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, অনুদানের টাকা কোথায় খরচ হল, তা নিয়ে তদন্ত হওয়া দরকার।
এর আগে বিধাননগর থানার পুলিশ অনুদান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আন্দোলনের সঙ্গে যুক্ত সাতজন জুনিয়র ডাক্তারকে তলব করেছিল। ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এখন নতুন করে তদন্তের দাবি উঠছে।