দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায় ও তাঁর ছেলে অভ্রনীল রায়কে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরের মেনগেট এলাকার বাসিন্দা মহম্মদ আসিফ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
আসিফ জানান, অনলাইনে নিজের চারচাকা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। সেই বিজ্ঞাপন দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন মানস রায়। ৮ লক্ষ ৪০ হাজার টাকায় গাড়ি কেনেন প্রাক্তন কাউন্সিলর এবং একটি চেক দেন। কিন্তু চেকটি ব্যাঙ্কে জমা দিতেই সেটি বাউন্স করে।
একের পর এক ছয়টি চেক বাউন্স হওয়ার পরই পুলিশের দ্বারস্থ হন আসিফ। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং মানস রায় ও তাঁর ছেলেকে গ্রেফতার করে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তাঁদের পেশ করা হবে বলে জানা গেছে।
মানস রায় দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা। ২০১৭ সালে তিনি ৩২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তবে এর আগেও তাঁর বিরুদ্ধে অর্থ পরিশোধ না করার একাধিক অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আসিফ বলেন, “প্রাক্তন কাউন্সিলর একাধিকবার নতুন চেক দিয়েছেন, কিন্তু প্রত্যেকবারই সেটি বাউন্স করেছে। আমি টাকা ফেরত চাইতে গেলে বারবার ঘুরিয়েছেন। আমার ক্যানসার আক্রান্ত বোনকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়, অথচ আমার গাড়িতে চড়ে ঘুরছেন ওঁরা। আমি কঠোর শাস্তির দাবি করছি।”
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, “এই মামলায় কোনও রাজনৈতিক যোগ নেই। এটি একটি স্পষ্ট আর্থিক প্রতারণার মামলা, যার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।” পুলিশের তরফে জানানো হয়েছে, আদালতে ধৃতদের তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।