আজ, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, করাচির জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। দীর্ঘ আট বছর পর এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামছে পাকিস্তান।
তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে তারা। বিশেষ করে দলের সেরা ব্যাটসম্যান বাবর আজমের ফর্ম নিয়ে আলোচনা চলছে। ওয়ানডেতে শেষ ২১ ইনিংসে সেঞ্চুরির দেখা পাননি তিনি। ত্রিদেশীয় সিরিজেও রানখরায় ভুগেছেন বাবর। তবে পাকিস্তানের কোচ আকিব জাভেদ বাবরের ওপর পূর্ণ আস্থা রাখছেন এবং তাকে ওপেনিংয়ে ব্যাট করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, দলের সেরা ব্যাটসম্যানকে বেশি বল খেলার সুযোগ দিতে হবে।
অবসরপ্রাপ্ত পেসার মোহাম্মদ আমিরও বাবর ও পাকিস্তান দলের প্রতি তার বিশ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সমর্থকদের উদ্বেগ না করতে পরামর্শ দিয়ে বলেছেন, কেউ চিন্তা করবেন না। পাকিস্তান দল ও বাবর আজম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করবে ইনশাল্লাহ। আমার কথা লিখে রাখেন।
পাকিস্তান দলের স্কোয়াডেও কিছু পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ফখর জামান ও ফাহিম আশরাফ। সর্বশেষ ২০২৩ সালের বিশ্বকাপে ওয়ানডে খেলেছিলেন ফখর। অন্যদিকে, ফাহিমও একই সময়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দলে আরও জায়গা পেয়েছেন খুশদিল শাহ ও সৌদ শাকিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে পাকিস্তান তিনটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে পাকিস্তান দলের ওপর সমর্থকদের প্রত্যাশা অনেক। বিশেষ করে বাবর আজমের ফর্ম ফিরে পাওয়া এবং দলের সামগ্রিক পারফরম্যান্স টুর্নামেন্টে তাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে।