অনেকেই ঘর সাজাতে বাহারি গাছ রাখেন, কিন্তু কিছুদিনের মধ্যেই গাছ মরে যায়। এসির প্রভাব, অতিরিক্ত বা কম আলো, ভুল পানি দেওয়া—এসব কারণেই গাছ টিকতে পারে না। ঘরের ভেতর গাছ রাখার কিছু নিয়ম মানলেই এগুলো সবুজ ও সতেজ থাকবে।
প্রথমত, নিয়মিত পানি দেওয়া জরুরি, তবে অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে। পাত্রে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। গাছের জন্য পর্যাপ্ত আলো দরকার, তাই একেবারে অন্ধকার বা অতিরিক্ত রোদে রাখা উচিত নয়। এমন জায়গায় রাখুন যেখানে হালকা আলো সবসময় পৌঁছায়।
গাছকে এসির ঠান্ডা বাতাস থেকে দূরে রাখা দরকার, কারণ অতিরিক্ত শুষ্ক বাতাস গাছের ক্ষতি করে। নিয়মিত পাতাগুলো পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ভেজা কাপড় দিয়ে মুছে দিলে বা তুলোয় কাঁচা দুধ নিয়ে পাতাগুলো পরিষ্কার করলে গাছ তরতাজা থাকবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, টবে পোকামাকড় আসতে দেওয়া যাবে না। এর জন্য গাছের গোড়ায় কাঁচা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে দিলে ভালো ফল পাওয়া যায়। সঠিক যত্ন নিলে আপনার ইনডোর প্ল্যান্ট দীর্ঘদিন সতেজ থাকবে।