শহরের বুকে ফের এক নারীর নিরাপত্তা প্রশ্নের মুখে। অফিস থেকে ফেরার পথে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক হোমগার্ডের বিরুদ্ধে। অভিযোগ দমদম জিআরপি থানায় দায়ের হয়েছে।
বুধবার সন্ধ্যায় সল্টলেকের অফিস থেকে বেরিয়ে বিধাননগর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরেন তরুণী। ট্রেনে ভিড় থাকলেও স্বাভাবিকভাবেই যাত্রা করছিলেন তিনি। অভিযোগ, দমদম স্টেশনে নামার সময় সুযোগ বুঝে ওই হোমগার্ড তাঁকে শ্লীলতাহানি করেন।
তরুণী প্রথমে আপত্তি জানালেও অভিযুক্ত থামেননি। বাধ্য হয়ে তিনি চিৎকার শুরু করেন। সহযাত্রীরা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে ধরে ফেলে এবং দমদম জিআরপি থানায় নিয়ে যায়। সেখানেই অভিযোগ দায়ের করেন তরুণী।
অভিযুক্ত হোমগার্ড দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে ভবানী ভবনে কর্মরত বলে জানা গিয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার শ্লীলতাহানির ধারায় মামলা রুজু হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত তথা দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। এবার শহরেরই আরেক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে উঠল নারীর উপর হামলার অভিযোগ।
শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। মহিলা কর্মীদের নাইট শিফটে কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে সম্প্রতি সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরও বাড়ি ফেরার পথে এক তরুণীকে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হল।
ঘটনার পর দমদম জিআরপি দ্রুত তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।