দিল্লির মসনদে বসতে চলেছেন বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি ও শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্ত। বৃহস্পতিবার বেলা ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একই মঞ্চে শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও।
প্রায় ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। এবারের বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৪৮টি আসন দখল করেছে তারা। এরপর বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তের নাম চূড়ান্ত হয়। তিনি দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, দিল্লি নির্বাচনের প্রচারে অংশ নেওয়া বিজেপি নেতা-কর্মীরা, ৫০ জনেরও বেশি চলচ্চিত্র তারকা ও শিল্পপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিশিষ্ট ধর্মীয় গুরু।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দেবেন। আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আতিশিকেও, তবে তারা উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।