বিধানসভায় ফের স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। এবার খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করেছেন।
এই বিতর্কের সূত্রপাত হয় বুধবার। রাজ্য বাজেট আলোচনায় অংশ নিয়ে হিরণ অভিযোগ করেন, রাজ্য সরকার স্কচ অ্যাওয়ার্ড কেনার জন্য টাকা খরচ করছে। তাঁর দাবি, রাজ্যের একাধিক প্রকল্প এই পুরস্কার পেয়েছে, যার জন্য ১১ লক্ষ ২৬ হাজার টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ পুরস্কার কিনতেই রাজ্যের টাকা ব্যয় হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিতর্কিত এই মন্তব্যের পরপরই বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময়ে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় হিরণকে উপযুক্ত নথিপত্র জমা দিতে বলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও নথি দেননি। এই বিষয়টি উল্লেখ করেই চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ তোলেন, হিরণ বিধানসভাকে ভুল পথে চালিত করছেন এবং তথ্যপ্রমাণ ছাড়াই গুরুতর অভিযোগ করছেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, বিধানসভার ভেতরে যেকোনো বক্তব্য রাখতে গেলে তার স্বপক্ষে যথাযথ তথ্য থাকা প্রয়োজন। তিনি হিরণকে নির্দেশ দেন, যদি সত্যিই তাঁর কাছে নথি থাকে, তবে তা বিধানসভার সামনে উপস্থাপন করুন। তবে হিরণ দাবি করেন, বিধানসভা যদি লিখিত ভাবে তাঁর কাছে নথিপত্র চায়, তাহলেই তিনি তা জমা দেবেন। তিনি বলেন, তাঁর বক্তব্য ক্যাগ রিপোর্টের ভিত্তিতে করা হয়েছে এবং তাঁর কাছে সেই সংক্রান্ত নথি রয়েছে।
এখন দেখার, হিরণ সত্যিই তাঁর দাবির স্বপক্ষে প্রমাণ দিতে পারেন কিনা, নাকি স্বাধিকার ভঙ্গের অভিযোগে আরও সমস্যায় পড়েন বিজেপি বিধায়ক।