প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে ছাড়ের ব্যবস্থা ছিল, যা ২০২০ সালে করোনা মহামারির সময় বন্ধ করে দেওয়া হয়। সেই সময় থেকেই একাধিকবার এই সুবিধা পুনরায় চালু করার দাবি উঠেছে। সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারতীয় রেল প্রবীণ নাগরিকদের জন্য আবারও টিকিটে ছাড় চালু করতে চলেছে।
খবরে বলা হয়, ৫৮ বছরের ঊর্ধ্বে থাকা মহিলারা ৫০% এবং পুরুষরা ৪০% ছাড় পাবেন। এমনকি রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ও দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনেও এই ছাড় প্রযোজ্য হবে। এই খবর ভাইরাল হতে না হতেই সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়।
তবে, ভারতীয় রেল স্পষ্টভাবে জানিয়েছে, এই খবর পুরোপুরি ভুয়ো। প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় ফিরিয়ে আনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলের তরফে এমন কোনও আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি। তাই বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।