বিধানসভার ভেতর থেকেই এবার বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাজেট আলোচনার সময় তিনি সরাসরি বলেন, উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। কর্মসংস্থান নেই, নদীভাঙনের কোনও স্থায়ী সমাধান নেই, তাই মানুষ চাইছে, আলাদা রাজ্য হোক। তিনি স্পষ্ট জানান, যদি সরকার কাজ করতে না পারে, তাহলে উত্তরবঙ্গকে পৃথক করে দেওয়া হোক, অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনা হোক।
এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মানুষের জীবন ছুঁয়ে গেছে। ফলে বিজেপি জানে, উত্তরবঙ্গে তাদের ভোটব্যাংক দুর্বল হয়ে পড়ছে। সেই কারণেই তারা এই ধরনের বিভাজনের রাজনীতি করছে।
প্রসঙ্গত, বিজেপির তরফে এই দাবি অবশ্য নতুন নয়। অতীতেও একাধিক নেতা-নেত্রী উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছেন। বিধানসভা ও লোকসভা নির্বাচনের আগে সেই সুর আরও জোরাল হয়েছে। তবে এবার বিধানসভাতেই সরাসরি এই দাবি তোলায় বিতর্ক নতুন মাত্রা পেল।