চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই ঘরের মাঠে লজ্জার হারের মুখে পড়ল পাকিস্তান। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে পরাজিত হল বাবর আজমের দল। প্রথমে ব্যাট করে কিউয়িরা ৩২১ রানের লক্ষ্যমাত্রা দেয়, কিন্তু তা তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ২৬০ রানে।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। শুরুতে নাসিম শাহরা চাপে ফেললেও কিউয়িদের ইনিংস গড়ে দেন উইল ইয়ং (১০৭) ও টম লাথাম (১১৮*)। তাদের দুর্দান্ত সেঞ্চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্লেন ফিলিপসও (৬১)। ফলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রানের শক্তিশালী স্কোর গড়ে নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। অধিনায়ক বাবর আজম (৬৪) ও খুশদিল শাহ (৬৯) লড়াই চালালেও বাকিরা ব্যর্থ হন। ও’রোরকে (৩ উইকেট), মিচেল স্যান্টনার (৩ উইকেট) ও ম্যাট হেনরির (২ উইকেট) বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ব্যর্থতার তিক্ত স্বাদ পেল তারা।