নিয়োগ দুর্নীতিতে দীর্ঘদিন জেলে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর নতুন আবেদনের শুনানি শেষে সিবিআই-কে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। তদন্ত সংস্থাকে জানাতে হবে, কেন এখনও হেফাজতে রাখা হয়েছে পার্থকে।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে তিনি জেলবন্দি। একাধিক বার জামিনের আবেদন করেও কোনো সুফল মেলেনি। উপরন্তু, একের পর এক মামলায় জড়িয়ে পড়ায় তাঁর মুক্তি আরও কঠিন হয়ে পড়েছে। গত ডিসেম্বরে সুপ্রিম কোর্ট ইডি-র মামলায় পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং বলা হয়েছিল, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান রেকর্ড করে তাঁকে জামিন দিতে হবে। কিন্তু সিবিআই-এর মামলায় তিনি এখনও জেলে রয়েছেন।
এই অবস্থায়, সিবিআই-এর মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং-এর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত সিবিআই-কে নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে, কেন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এখনও হেফাজতে রাখা হয়েছে। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।
এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, দীর্ঘদিন কারাবন্দি থাকায় তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাই দ্রুত তাঁকে মুক্তি দেওয়া প্রয়োজন। অন্যদিকে, সিবিআই-এর পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তদন্তের জট কাটিয়ে পার্থ চট্টোপাধ্যায় আদৌ মুক্তি পাবেন কি না, তা নিয়েই রাজনৈতিক মহলে চলছে জল্পনা। ২০ মার্চের শুনানি ঘিরে নজর থাকছে গোটা রাজ্যের।